ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ৮:৩১ অপরাহ্ন

ব্যাংক খাতে ৯২% কোম্পানির দর বৃদ্ধি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মঙ্গলবার ব্যাংক খাতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৯২ শতাংশ কোম্পানির দর বেড়েছে।এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকার ১০ কোম্পানির মধ্যে ৮টি রয়েছে ব্যাংক খাতের কোম্পানি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-এবি ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও এক্সিম ব্যাংক লিমিটেড।

মঙ্গলবার ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে এবি ব্যাংক পিএলসির। আজ শেয়ারটির ৭০ পয়সা বা ৯.৫৯ শতাংশ দর বেড়েছে।

সোস্যাল ইসলামী ব্যাংক ৯০ পয়সা বা ৯.৫৭ শতাংশ দর বেড়ে টপটেন গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ইসলামী ব্যাংকের ৩ টাকা ৯০ পয়সা ৯.০৩ শতাংশ দর বেড়েছে।

এছাড়া দর বৃদ্ধির তালিকায় থাকা আইএফআইসি ব্যাংকের ৮.৯৫ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৮.৩৩ শতাংশ, ইউসিবি ৭.৬০ শতাংশ, ও এক্সিম ব্যাংকের ৪.৫৪ শতাংম দর বেড়েছে।

শুধু দর বৃদ্ধিতে না লেনদেনেও আজ শীর্ষে রয়েছে ব্যাংক খাত।এদিন ডিএসইতে ব্যাংক খাতে মোট ৯৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ১৬.৫৮ শতাংশ।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন