ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৮:৩১ অপরাহ্ন

বসুন্ধরা পেপার মিলসহ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্ট্ক এক্সচেঞ্জে (ডিএসই)মঙ্গলবার মোট ১৯৬টি বা ৪৯ শতাংশ কোম্পানির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৩ টাকা ১০ পয়সা বা ৯.৯০ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এবি ব্যাংকের দর বেড়েছে আগের দিনের তুলনায় ৭০ পয়সা বা ৯.৫৯ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৮ টাকা দরে লেনদেন হয়।

সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি ৯০ পয়সা বা ৯.৫৭  শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইসলামী ব্যাংক ৯.০২ শতাংশ, আইএফআইসির ৮.৯৫ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৮.৩৩ শতাংশ, ইউসিবি ৭.৬০ শতাংশ, এস.আলম কোল্ড রোল্ড স্টিল ৫.৯৪ শতাংশ, এডিএন টেলিকম ৫.৫২ শতাংশ ও এক্সিম ব্যাংকের ৪.৫৪ শতাংম দর বেড়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন