ঢাকা, রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ১:০০ পূর্বাহ্ন

প্রথম ঘণ্টায় ২৪৯ কোম্পানির দর বৃদ্ধি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে বেলা ১১টা পরযন্ত লেনদেনে অংশ নেওয়া ২৪৯টি কোম্পানির দর বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসইতে ২০১ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৬৫  পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৩৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া  ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে  ২৪৯টির, দর কমেছে  ৭০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৭টির।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন