ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯৬টি বা ৪৯ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন ৬০০ কোটির ঘর অতিক্রম করেছে। যা চলতি বছরের সর্বোচ্চ লেনদেন।
মঙ্গলবার ডিএসইতে ৬০৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। আজ ডিএসইতে আগের দিন থেকে ৬২ কোটি ৯২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৫৪৪ কোটি ২৮ লাখ টাকার।
সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৬৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৬টির, দর কমেছে ১৫৬টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৪টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৩৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭০৫ পয়েন্টে অবস্থা্ন করছে। সিএসইতে ১৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।