ঢাকা স্ট্ক এক্সচেঞ্জে (ডিএসই)সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন ৫৪৪ কোটি টাকা ছাড়িয়েছে।
সোমবার ডিএসইতে ৫৪৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। আজ ডিএসইতে আগের দিন থেকে ৫৬ কোটি ৭০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৪৮৭ কোটি ৫৭ লাখ টাকার।
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৩৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৩টির, দর কমেছে ১৫৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৭২টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৫৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৭০ পয়েন্টে অবস্থা্ন করছে। সিএসইতে ৩১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।