ঢাকা, রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ১:০০ পূর্বাহ্ন

২১৭ কোম্পানির দর বৃদ্ধি, বেড়েছে লেনদেনও

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্ট্ক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২১৭টি বা ৫৪ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।

রবিবার ডিএসইতে ৪৮৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। আজ ডিএসইতে আগের দিন থেকে  ২১ কোটি ৮৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৬৫ কোটি ৬৯ লাখ টাকার।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১  হাজার ৯২১ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৭টির, দর কমেছে ১২৪টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫৭টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫১৩ পয়েন্টে অবস্থা্ন করছে। সিএসইতে ১০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন