বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১০ খাতে। অর্থাৎ ১০ খাতের বিনিয়োগকারীরা মুনাফা করেছে। অন্যদিকে দর কমেছে ১১ খাতে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে জীবন বীমা খাতে। এই খাতে ২.৪৯ শতাংশ দর বেড়েছে। পাট খাতে ৭১ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আইটি খাতে ১.৫২ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে টেলিকমিউনিকেশন খাতে ১.১১ শতাংশ, কাগজ খাতে দশমিক ৮৩ শতাংশ, বস্ত্র খাতে দশমিক ৭৬ শতাংশ, সিমেন্ট খাতে দশমিক ৫৮ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২৭ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ১৩ শতাংশ ও ফার্মা খাতে ১০ দশমিক ০২ শতাংশ দর বেড়েছে।
