ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ১:০২ পূর্বাহ্ন

সাপ্তাহিক গেইনারে ‘বি’ ক্যাটাগরির কোম্পানির আধিপত্য

সমাপ্ত সপ্তাহে (১৬ ফেব্রুয়ারি থেকে – ২০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ কোম্পানির তালিকায় আধিপত্য বিস্তার করেছে ‘বি’ ক্যাটাগরি কোম্পানি। গত সপ্তাহে তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৮টিই রয়েছে ‘বি’ ক্যাটাগরি কোম্পানি।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে এস.আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫৭.১৪ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৯ টাকা ৮০ পয়সা ; যা গত সপ্তাহে  ১৫ টাকা ৪০ দাঁড়িয়েছে।


তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার  দর ৩১.৪৩ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে ফান্ডটির সর্বশেষ শেয়ার দর ৩ টাকা ৫০ ছিল ; যা গত সপ্তাহে ৪ টাকা ৬০ পয়সা দাঁড়িয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের শেয়ার দর ২৭.৮৩ শতাংশ বেড়েছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে গেল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ১৮.৫৮ শতাংশ, ইনটেকের ১৫.৭১ শতাংশ, ফু-ওয়াং ফুডের ১৪.৯৩ শতাংশ, ফার কেমিক্যালের ১৪.৬১ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ১১.৮৩ শতাংশ, গোল্ডেন সানের ১১.৬৩ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ১১.১১ শতাংশ দর বেড়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন