সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১১৬ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ৪৫ কোটি ৮৫ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে বেক্সিমকো ফার্মা ১৮ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা সানলাইফ ইন্স্যুরেন্স ১৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বীচ হ্যাচারি ১৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে এসিআই ৮ কোটি ১৫ লাখ, রেনাটা ৫ কোটি ৬৮ লাখ, পিপলস ইন্স্যুরেন্স ৩ কোটি ৬৭ লাখ, ব্রাক ব্যাংক ৩ কোটি ৪৬ লাখ, ওরিয়ন ইনফিউশন ৩ কোটি ৪৩ লাখ, বিকন ফার্মা ২ কোটি ৫৯ লাখ ও প্রাইম ব্যাংক ২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
