পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস.আলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ার দর সম্প্রতি হু হু করে বাড়ছে।সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর বাড়ার কোন দৃশ্যমান কারণ না থাকলেও সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ৫ টাকা ৬০ পয়সা বা ৫৭.১৪ শতাংশ বেড়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ৯ টাকা ৮০ পয়সা ছিল। আর সপ্তাহ শেষে শেয়ারটির দর ১৫ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। বর্তমানে কোম্পানিটির পিই রেশিও রয়েছে ৪১.২৫ পয়েন্ট।
জানা গেছে, কোম্পানিটির ব্যাংক হিসাব ফ্রিজ থাকার কারণে কোম্পানিটি ৩০,জুন ২০২৪ সমাপ্ত হিসাব বছরে বোর্ড অনুষ্ঠান করেনি।
কোম্পানিটির আর্থিক তথ্য পরযালোচনায় দেখা যায়, কোম্পানিটি ২০১৯,২০২০ ও২০২১ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আর ২০২২ ও ২৩ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

উল্লেখ্য, এস.আলম কোল্ড রোল্ড স্টিল ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩৫০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৯৮ কোটি ৩৭ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ৯ কোটি ৮৩ লাখ ৭১ হাজার ১০০ টাকা।