ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ৬:৩১ অপরাহ্ন

ইসলামী লাইফ ইন্স্যুরেন্সগুলোর কমপক্ষে ৩০% সরকারি সিকিউরটিজে বিনিয়োগ করতে হবে

সাধারণ বিমা কোম্পানির পর এবার ইসলামি বিমা কোম্পানিগুলোর জন্য সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ বাধ্যতামূলক করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

আইডিআরএ’র পরিচালক আব্দুল মজিদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাটি ইসলামি বিমা কোম্পানিগুলোর কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ইসলামি লাইফ (জীবন) বিমা কোম্পানিগুলোকে তাদের মোট বিনিয়োগের কমপক্ষে ৩০ শতাংশ সরকারি সিকিউরিটিজে (ইসলামি বন্ড বা সুকুক) বিনিয়োগ করতে হবে।

একইভাবে নন-লাইফ (সাধারণ) ইসলামি বিমা কোম্পানিগুলোর ক্ষেত্রে এই বিনিয়োগের হার হবে ন্যূনতম ৭.৫০ শতাংশ।

আইডিআরএ’র তথ্যে জানা গেছে, বর্তমানে দেশের বেসরকারি খাতে ১৬টি ইসলামি বিমা কোম্পানি ব্যবসা করছে। এর মধ্যে ইসলামি লাইফ বিমা কোম্পানির সংখ্যা ১২ এবং ইসলামি নন-লাইফ বিমা কোম্পানির সংখ্যা ৪টি। চিঠিতে বিনিয়োগ-সংক্রান্ত এই নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য লাইফ ও নন-লাইফ ইসলামি বিমা কোম্পানিগুলোকে বলা হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন