দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্ট্ক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।
বৃহস্পতিবার ডিএসইতে ৪৬৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। আজ ডিএসইতে আগের দিন থেকে ৩৮ কোটি ৫৬ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৪২৭ কোটি ১৩ লাখ টাকার।

সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২০০ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৯০৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৪০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৭টির, দর কমেছে ১৬০টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৭৪টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৯৬ পয়েন্টে অবস্থা্ন করছে। সিএসইতে ১৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
