দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্ট্ক এক্সচেঞ্জে বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২২৮টি কোম্পানি ৫৭ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।
বুধবার ডিএসইতে ৪২৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৭২ কোটি ২৩ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৫৯৯ কোটি ৩৭ লাখ টাকার।

সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে ৫ হাজার ১৯২ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৯১৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩টির, দর কমেছে ২২৮টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬৭টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৬১ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৮২ পয়েন্টে অবস্থা্ন করছে। সিএসইতে ৬ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
