পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের বুধবার ৩২ লাখ ৪৩ হাজার ৫৪৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১ কোটি ৯ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ কোম্পানিটির শেয়ার ৪৫১ বার হাতবদল হয়েছে।এদিন জেনারেশন নেক্সটের শেয়ার ২০ পয়সা বা ৫.৫৬ শতাংশ দর কমে সর্বশেষ ৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
উল্লেখ্য, কোম্পানিটি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।বর্তমানে কোম্পানিটির মূলধন ঘাটতির অভাবে উৎপাদন বন্ধ রয়েছে। কোম্পানিটি ২০২৪ সালে বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী জেড ক্যাটাগরিতে লেনদেন করছে।