দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্ট্ক এক্সচেঞ্জে (ডিএসই)মঙ্গলবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২০৩টি কোম্পানির দরপতন হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে।
মঙ্গলবার ডিএসইতে ৫৯৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে। এর আগে গত বছরের ৬ নভেম্বর ডিএসইতে ৬৫১ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে আগের দিন থেকে ১৫৫ কোটি ৮০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৪৪৩ কোটি ৫৬ লাখ টাকার।
সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে ৫ হাজার ২০৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৯২২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪০ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৬টির, দর কমেছে ২০৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫৯টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৩২ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৪৩ পয়েন্টে অবস্থা্ন করছে। সিএসইতে ৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।