ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৫:০৬ পূর্বাহ্ন

মূলধনী মেশিনারিজ কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পক ইন্ডাস্ট্রিজের পরিচলনা পর্ষদ ব্রান্ড নিউ মূলধনী যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল (১৬ ফেব্রুয়ারি) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি মাল্টি-ফাংশোনাল চকলেট প্লান্ট কিনবে এবং আমদানি করবে।নতুন যন্ত্রপাতির মাধ্যমে কোম্পানিটির ৩ হাজার ৩০০ মেট্রিকটন উৎপাদন বাড়বে।

কোম্পানিটির হংকং থেকে যন্ত্রপাতি আমদানি করতে ১৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা ব্যয় হবে। কোম্পানিটি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কারখানায় নতুন যন্ত্রপাতি স্থাপন করবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন