ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

বিএসইসির নতুন মুখপাত্র মোঃ আবুল কালাম

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)নতুন মুখপাত্র হিসেবে  পরিচালক মোঃ আবুল কালাম কে নিযুক্ত করা হয়েছে। কমিশনের নির্বাহী পরিচালক ও সাবেক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের জায়গায় দায়িত্ব পালন করবেন তিনি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিএসইসির জনসংযোগ কর্মকর্তা মো. মোহাইমিনুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বিএসইসির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন কমিশনের এই পরিচালক, যা তার অতিরিক্ত দায়িত্ব হিসেবে গণ্য হবে।

এছাড়া কমিশনের উপ-মুখপাত্র হিসেবে সংস্থাটির পরিচালক মোঃ আল ইসলাম এবং সহকারী মুখপাত্র হিসেবে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. মোহাইমিনুল হক এবং সহকারী পরিচালক সারা তাসনুভা দায়িত্ব পালন করবেন।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন