ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ২:৪৯ পূর্বাহ্ন

দেড় ঘণ্টায় ২২৯ কোম্পানির দর বৃদ্ধি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ বেলা সাড়ে ১১টা পরযন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২২৯ কোম্পানির দর বেড়েছে। এই সময়ে ডিএসইতে ১৪৯ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার  ২২০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার  ৯২৯ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া  ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে  ২২৯টির, দর কমেছে  ৮১টির এবং দর অপরিবর্তিত রয়েছে  ৬৯টির।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন