ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ১০:২০ অপরাহ্ন

বেশিরভাগ কোম্পানির দরপতন, বেড়েছে লেনদেন

সপ্তাহর প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে।তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে।

রবিবার ডিএসইতে ৪১৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। আজ ডিএসইতে আগের দিন থেকে  ১৪ কোটি ১৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৪০১ কোটি ৭৭ লাখ টাকার।

সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে ৫ হাজার ১৯৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে  ১ হাজার ৯২১ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৪০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৮টির, দর কমেছে ১৯৬টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৭৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৫০৪ পয়েন্টে অবস্থা্ন করছে। সিএসইতে ৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ ,