ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৯:৩৭ পূর্বাহ্ন

দর বৃদ্ধির কারণ জানে না হিমাদ্রি

সম্প্রতি এসএমই খাতের কোম্পানি হিমাদ্রি লিমিটেডের শেয়ার দর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোম্পানিটির এমন অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির এবং লেনদেনের কারণ জানতে চেয়ে ডিএসই গত ১০ ফেব্রুয়ারি কোম্পানিটিকে চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর বাড়ছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত ৫ থেকে  ১০ ফেব্রুয়ারি পরযন্ত ডিএসইতে হিমাদ্রির শেয়ার দর ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। এই সময়ে শেয়ারটির দর  ১ হাজার ৪৪৯ টাকা ৯০ পয়সা থেকে ১ হাজার ৭২০ টাকা  পরযন্ত বদ্ধি পায়। মাত্র ৪ কর্মদিবসে শেয়ারটির দর  ২৭০ টাকা ১০ পয়সা বা ১৮ শতাংশ বেড়েছে।

কোন কারণ ছাড়াই কোম্পানিটির এমন দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন