ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৪ খাতে

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৪ খাতে। অর্থাৎ ১৪ খাতের বিনিয়োগকারীরা মুনাফা করেছে।অন্যদিকে দর কমেছে ৭ খাতে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সিরামিক খাতে। এই খাতে ৬.৬৬ শতাংশ দর বেড়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা কাগজ খাতে ৪.৯৬ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ২.৩৩ শতাংশ, বস্ত্র খাতে ১.৬৬ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৯৬শতাংশ, ফার্মা খাতে দশমিক ৬৮ শতাংশ, পাট খাতে দশমিক ৬১ শতাংশ, আইটি খাতে দশমিক ৫৫ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৪৯ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে দশমিক ৪৫ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ৪৩ শতাংশ, সিমেন্ট খাতে দশমিক ৩৭ শতাংশ, খাদ্য খাতে দশমিক ০৬ শতাংশ ও বিবিধ খাতে দশমিক ০৫ শতাংশ দর বেড়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন