ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১:৪৫ পূর্বাহ্ন

উৎপাদন বন্ধ কোম্পানির শেয়ারেই ঝোঁক বেশি

দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে রাজত্ব করছে উৎপাদন বন্ধ, লোকসানে থাকা দুর্বল কোম্পানি।গত সপ্তাহেও এর ব্যতিক্রম হয়নি।টপটেন গেইনার তালিকার ১০ কোম্পানির মধ্যে ৫টিই রয়েছে দুর্বল ‘জেড ক্যাটাগরির কোম্পানি।

ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।

জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে-  নিউ লাইন ক্লোথিংস, এপোলো ইস্পাত, নুরানী ডাইং, রিং শাইন টেক্সটাইল ও রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেড।

 নিউ লাইন ক্লোথিংস

সপ্তাহের ব্যবধানে নিউ লাইনের শেয়ার দর বেড়েছে ২৮.৭২ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৯ টাকা ৪০ পয়সা ; যা গত সপ্তাহে ১২ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে।

দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে নিউ লাইন ক্লোথিংসের।২০২১ সাল থেকে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না।

এপোলো ইস্পাত

সপ্তাহের ব্যবধানে এপোলো ইস্পাতের শেয়ার দর বেড়েছে ২৩.৬৮ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩  টাকা ৮০ পয়সা ; যা গত সপ্তাহে  ৪ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত লোকসানে রয়েছে। বর্তমানে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৪৯৩ কোটি ২৭ লাখ টাকা। কোম্পানিটি গত পাঁচ বছর শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

নুরানী ডাইং

সপ্তাহের ব্যবধানে নূরানী ডাইংয়ের শেয়ার দর বেড়েছে  ২৩.০৮ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩  টাকা ৯০ পয়সা ; যা গত সপ্তাহে ৪ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি গত চার বছর শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

রিং শাইন টেক্সটাইল

সপ্তাহের ব্যবধানে রিং শাইন টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে  ১৫ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল  ৪ টাকা ; যা গত সপ্তাহে ৪ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে।

উৎপাদন বন্ধ থাকা রিং শাইন টেক্সটাইল দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত লোকসানে রয়েছ।বর্তমানে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৯০২ কোটি ১৭ লাখ টাকা।

২০২০ সাল থেকে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না।

রেনউইক যজ্ঞেশ্বর

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১২.৮৪ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল  ৫৫০ টাকা  ; যা গত সপ্তাহে ১২ টাকা ৮৪ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত লোকসানে রয়েছ।বর্তমানে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ২২ কোটি ৫৭ লাখ টাকা।

জেড ক্যাটাগরির কোম্পানিটি ২০২০ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন