ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৪:২৩ পূর্বাহ্ন

প্রথম ঘণ্টায় ২০৯ কোম্পানির দর বৃদ্ধি

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ বেলা ১১টা পরযন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২০৯টি কোম্পানির দর বেড়েছে।আলোচ্য সময়ে ডিএসইতে ১১০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১৯  পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া  ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে  ২০৯টির, দর কমেছে  ৮০টির এবং দর অপরিবর্তিত রয়েছে  ৮৫টির।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন