ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন

চলতি বছর রেমিট্যান্স আহরণে রেকর্ড গড়ার পথে বাংলাদেশ: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ব্যাংকিং ব্যবস্থায় প্রবাসীরা আস্থা ফিরে পাওয়ায় চলতি বছর বৈধ পথে রেমিট্যান্স আহরণে রেকর্ড গড়ার পথে রয়েছে বাংলাদেশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির একজন স্বতন্ত্র পরিচালকের ঋণ অনিয়মের অভিযোগ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে গভর্নর এসব কথা বলেন।

তদন্তে নেমে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক আবদুল জলিলের বিরুদ্ধে অভিযোগের সমর্থনে কোনো প্রমাণ পায়নি বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকিং খাতের সংস্কারের বিরোধিতাকারী স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি অবশ্য ব্যাংকিং খাতের ইতিবাচক ধারা বিশেষ করে রেমিট্যান্স আহরণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘ইসলামী ব্যাংকের বর্তমান পর্ষদের প্রতি আমাদের আস্থা রয়েছে। আমানত বৃদ্ধি, বিনিয়োগ ও রেমিট্যান্স আহরণের মতো ক্ষেত্রে ব্যাংকটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।’

ড. মনসুর আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারি চ্যানেলগুলোর মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ এ বছর নতুন উচ্চতায় পৌঁছাবে।

তিনি বলেন, ‘ব্যাংকিং ব্যবস্থার ওপর প্রবাসীদের আস্থা এখন নতুনভাবে তৈরি হয়েছে, যা রেমিট্যান্স আহরণের রেকর্ড ভাঙার পরিসংখ্যানে প্রতিফলিত হবে।’

সমস্যাগ্রস্ত কয়েকটি ব্যাংকের ক্ষুদ্র আমানতকারীদের বিষয়ে গভর্নর আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ ব্যাংক আমানতকারীদের স্বার্থ রক্ষায় নীতিমালা প্রণয়নে কাজ করছে।

তিনি বলেন, ‘কোনো তফসিলি ব্যাংকে গ্রাহকের আমানত নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আমরা দীর্ঘমেয়াদি সমাধানের জন্য কাজ করছি, তবে স্থিতিশীল পুনরুদ্ধারের জন্য লোকদের ধৈর্য ধরতে হবে।’

ব্যাংকিং ব্যবস্থায় ক্রমবর্ধমান আস্থা এবং চলমান সংস্কারের ফলে বাংলাদেশ তার রেমিট্যান্সনির্ভর আর্থিক খাত থেকে শক্তিশালী অর্থনৈতিক লাভ দেখতে পাবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন