পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে ৫ কোম্পানি ‘এ’ ও বি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে। আর এক কোম্পানি ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
কোম্পানিগুলো হলো- আমরা নেটওয়ার্কস, আমরা টেকনোলজি, এস.এস স্টিল, গোল্ডেন সন, সমতা লেদার কমপ্লেক্স ও আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিগুলোর শেয়ার আজ বুধবার(১২ ফেব্রুয়ারি) থেকে নতুন ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে।
কোম্পানিগুলো নির্ধারিত সময়ে ঘোষিত লভ্যাংশ বিতরণ না করায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে।
অন্যদিকে আলিফ ইন্ডাস্ট্রিজ লভ্যাংশ বিতরণ করে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী কোম্পানিগুলোর শেয়ার কিনতে আজ ১২ ফেব্রুয়ারি থেকে কোন ঋণ সুবিধা দেওয়া যাবে না।