ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৬:৫৯ পূর্বাহ্ন

লাভেলো আইসক্রিমসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড। কোম্পানিটির আজ ১৬ কোটি ৪৫ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ৬৫০ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটির ১ হাজার ৬১১ বারে  ১২ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ওরিয়ন ইনফিউশন ১০ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কোহিনুর কেমিক্যাল ৮ কোটি ৩৭ লাখ, আল-হাজ্ব টেক্সটাইল ৭ কোটি ৮৩ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ৬ কোটি ৪১ লাখ, নিউ লাইন ক্লোথিংসের ৬ কোটি ১০ লাখ, সাউথবাংলা ব্যাংকের ৬ কোটি ২ লাখ, সিটি ব্যাংকের ৫ কোটি ৭৬ লাখ ও আরডি ফুডরে ৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন