ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

ইতিবাচক মুদ্রানীতির প্রভাব পুঁজিবাজারে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২১৫টি বা ৫৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে।

প্রসঙ্গত, সোমবার ১০ ফেব্রুয়ারি নীতি সুদহার অপরিবর্তিতত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন মুদ্রানীতিতে শেয়ারবাজারের তিন ইস্যুকে বিশেষভাবে ফোকাস করা হয়েছে। যেগুলো হলো-সুশাসনের নীতি শক্তিশালী করা, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করা এবং শেয়ারবাজার পুনরুজ্জীবিত করা। এর ফলে পুঁজিবাজারে আজ ইতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

মঙ্গলবার ডিএসইতে ৫১৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। আজ ডিএসইতে আগের দিন থেকে  ৯৮ কোটি ৯০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৪২০ কোটি ৬৫ লাখ টাকার।


সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৯২ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৩  পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫২ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৪৯ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৫টির, দর কমেছে ১১৯টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৪৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫১৯ পয়েন্টে অবস্থা্ন করছে। সিএসইতে ৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন