ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৩:২৩ অপরাহ্ন

২ ঘণ্টায় লেনদেন ১৭৩ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সোমবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১২টা পরযনত ডিএসইতে ১৭৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৭০  পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৪৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া  ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে  ১৬৫টির, দর কমেছে  ১৫৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৫টির।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন