পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানী লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানির আয় বেড়েছে ১৬.৭৫ শতাংশ।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ১২ টাকা ৬৮ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে আয় হয়েছিল ১০ টাকা ৮৬ পয়সা। অর্থাৎ আলোচ্য বছরে কোম্পানিটির আয় বেড়েছে ১ টাকা ৮২ পয়সা বা ১৬.৭৫ শতাংশ।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুন’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৩ টাকা ৯২ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ১৮ টাকা ৪৬ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫৯ টাকা ৫৭ পয়সা।