ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ১৬৫টি বা ৪১ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ৬০ পয়সা বা ৮.৫৭ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স। আজ শেয়ারটির দর ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৮৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪২ টাকা ৯০ পয়সা লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর ১ টাকা বা ৫.৬২ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-ফ্যাস ফিন্যান্স ৫.৫৬ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৫.১৬ শতাংশ, নুরানি ডাইং ৫.১২ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজ ৫.০৬ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজ ৪.৮৭ শতাংশ, ইউনিয়ন ব্যাংক ৪.৭৬ শতাংশ ও জিএসপি ফিন্যান্সের ৪.৬১ শতাংশ দর কমেছে।