ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনের দ্বিতীয় ঘণ্টায় ১৮৩টি বা ৪৬ শতাংশ কোম্পানি দর কমেছে। আলোচ্য সময়ে ডিএসইতে টাকার অংকে ১৮২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আলোচ্য সময়ে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৪৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক দশমিক ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১২ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১টির, দর কমেছে ১৮৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৮টির।