ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৪:২১ পূর্বাহ্ন

২৪০ কোম্পানির দরপতন, কমেছে লেনদেনও

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৪০টি বা ৬১ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

রবিবার ডিএসইতে ৩৭৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। আজ ডিএসইতে আগের দিন থেকে ৫৫ কোটি ৫৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪২৯ কোটি ৬৫ লাখ টাকার।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ২৯ পয়েন্ট কমে ৫ হাজার ১৬৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক  ১ দশমিক ০৬ পয়েন্ট কমে ১ হাজার ৯১১ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ২৫ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২টির, দর কমেছে ২৪০টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৩৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৭৩ পয়েন্টে অবস্থা্ন করছে। সিএসইতে ৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ ,