ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৩:১১ পূর্বাহ্ন

খান ব্রাদার্সসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার খান ব্রাদার্স ১২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে নিউ লাইন ক্লোথিংস। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে  ৯ কোটি ৮০ লাখ টাকার। ৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বীচ হ্যাচারি লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রবি আজিয়াটা ৯ কোটি ৩৩ লাখ, খুলনা প্রিন্টিং ৯ কোটি ১ লাখ, ওরিয়ন ইনফিউশন ৭ কোটি ৩১ লাখ, এনার্জি প্যাক ৬ কোটি ৭৮ লাখ, নাভানা ফার্মা ৬ কোটি ৪৬ লাখ, সিটি ব্যাংক ৬ কোটি ৪৩ লাখ ও সেন্ট্রাল ফার্মা ৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন