ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৬:২৭ পূর্বাহ্ন

সূচক বাড়লেও কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (ঢাকা স্টক এক্সচেঞ্জে) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির দর বেড়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৪২৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। আজ ডিএসইতে আগের দিন থেকে ৪১ কোটি ৫০ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৪৭১ কোটি ১৫ লাখ টাকার।

সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৭৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১ দশমিক ৩৩ পয়েন্ট কমে ১ হাজার ৯১২ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক  দশমিক ৫৬ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৫টির, দর কমেছে ১৪৭টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৬৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫০৯ পয়েন্টে অবস্থা্ন করছে। সিএসইতে ৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ ,