ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৭:৪৭ অপরাহ্ন

সূচকের উত্থান-পতনে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় ১৯৬টি কোম্পানির  দর বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসইতে টাকার অংকে ১৩৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, আলোচ্য সময়ে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার  ১৭৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক দশমিক ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া  ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে  ১৯৬টির, দর কমেছে  ১১২টির এবং দর অপরিবর্তিত রয়েছে  ৭৩টির।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন