ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন

আনলিমা ইয়ার্নসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ১৮৫টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে আনলিমা ইয়ার্ন লিমিটেডের।

আজ শেয়ারটির দর ১ টাকা ৫০ পয়সা বা ৫.৮৬ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি। আজ শেয়ারটির দর ২ টাকা ২০ পয়সা বা  ৬.০৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে জাহিন স্পিনিং পিএলসি লিমিটেড। আজ শেয়ারটির দর ৪০ পয়সা বা ৫.১৯ শতাংশ কমেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে- এইচ.আর টেক্সটাইল ৫.০৫ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজ ৪.৯৭ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৪.১৬ শতাংশ, পিপলস লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস ৪.১৬ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৪.০৮ শতাংশ, ফ্যামিলি টেক্সের ৩.৮৪ শতাংশ ও স্যালভো কেমিক্যালের ৩.৬৩ শতাংশ দর কমেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন