ঢাকা, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

২১৯ কোম্পানির দর বৃদ্ধি, বেড়েছে লেনদেনও

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২১৯টি ৫৬ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে।

সোমবার ডিএসইতে ৪৩১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। আজ ডিএসইতে আগের দিন থেকে ৭৪ কোটি ৯১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৩৫৬ কোটি ৪১ লাখ টাকার।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৪৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০১ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক  ৩পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৯টির, দর কমেছে ১১৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬৭টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৩১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৭৬ পয়েন্টে অবস্থা্ন করছে। সিএসইতে ৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন