ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৯:৩৭ পূর্বাহ্ন

মেঘনা সিমেন্টসহ দরপতনের শীর্ষে যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ১১৩টি বা ২৮  শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে মেঘনা সিমেন্ট পিএলসির।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ৩ টাকা ৩০ পয়সা বা ৬.৫৩ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ৪৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স। আজ শেয়ারটির দর ৭০পয়সা বা ২.০৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৩ টাকা ৫০ পয়সা লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে তাল্লু স্পিনিং মিলস লিমিটেড। আজ শেয়ারটির দর ২০ পয়সা বা ২.৯৪ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-অলটেক্স ইন্ডাস্ট্রিজ ৪.১৯ শতাংশ, কে অ্যান্ড কিউ ৩.৮০ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যাল ৩.৪৭ শতাংশ, ড্রাগন সোয়েটার ৩.৩৮ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর ৩.১৫ শতাংশ ও ফ্যাস ফিন্যান্সের ২.৯৪ শতাংশ  দর কমেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন