ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ২:৪২ পূর্বাহ্ন

দেড় ঘণ্টায় ২৫৪ কোম্পানির দর বৃদ্ধি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনের দেড় ঘণ্টায় ২৫৪ কোম্পানির দর বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসইতে টাকার অংকে ১৭৮ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৫৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৪০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া  ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে  ২৫৫টির, দর কমেছে  ৬৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে  ৬৯টির।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন