ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটির আজ ১৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ১ হাজার ১০১ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ৮৪৭ বারে ১২ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
রূপালী লাইফ ১০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বীচ হ্যাচারি ৯ কোটি ৫১ লাখ, সেন্ট্রাল ফার্মা ৯ কোটি ১৯ লাখ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, অগ্নি সিস্টেমস ৮ কোটি ৩৪ লাখ, ইফাদ অটোস ৭ কোটি ৫২ লাখ, খান ব্রাদার্স ৭ কোটি ৩১ লাখ ও হাক্কানি পাল্প ৬ কোটি ৯৭ লাখ টাকা।
