ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৪:২৫ পূর্বাহ্ন

সপ্তাহজুড়ে দরপতন পুঁজিবাজারে, বেড়েছে বাজার মূলধন

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের ব্যাবধানে ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। তবে বেড়েছে ডিএসইর বাজার মূলধন। আলোচ্য সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ২৩৮ কোটি টাকার বাজার মূলধন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে ১ হাজার ৬৯৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৬৩ কোটি ৩৬  লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৩৬৮ কোটি ৪৩ লাখ টাকার বা ১৭ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৫৩ দশমিক ৬৩ পয়েন্ট বা ১ দশমিক ০৪ শতাংশ কমে ৫ হাজার ১৬৬ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৯.১৯ পয়েন্ট কমে ১ হাজার ৯০৩ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই এস বা শরীয়হ সূচক। সূচকটি ২৭ দশমিক ৮৭ পয়েন্ট কমে ১ হাজার ১৩৩ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ২৭২টির এবং অপরবর্তিত রয়েছে ২৬টির।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে দশমিক  ৬৪ শতাংশ বা ৪  হাজার ২৩৮ কোটি  টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৪ হাজার ৮২৫ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৬০ হাজার ৫৮৭ কোটি টাকা।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন