ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির দর বেড়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।
মঙ্গলবার ডিএসইতে ৩২৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৫ কোটি ৭১ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৩৪৪ কোটি ৩ লাখ টাকার।

সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে ৫ হাজার ১২৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৪০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৩টির, দর কমেছে ১৫২টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৭৭টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৭৫ পয়েন্টে অবস্থা্ন করছে। সিএসইতে ১০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
