ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ১৫২টি বা ৩৭ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে এডিএন টেলিকম লিমিটেডের।
আজ শেয়ারটির দর ১০ টাকা ৬০ পয়সা বা ৯.৭৮ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ৯৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট। আজ শেয়ারটির দর ৫০ পয়সা বা ৭.৬৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬ টাকা লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড। আজ শেয়ারটির দর ৭০ পয়সা বা ৫.৬০ শতাংশ কমেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে- লিবরা ইনফিউশনের ৫.৩৭ শতাংশ, মিথুন নিটিংয়ের ৫.৩২ শতাংশ, সিঙ্গার বিডির ৫.১৪ শতাংশ, বিডি থাই ফুডের ৫.০৩ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৪.৫৭ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৪.১৬ শতাংশ ও ইসলামী ব্যাংকের ৩.৭৭ শতাংশ দর কমেছে।