ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৪:৫৭ পূর্বাহ্ন

ব্লক মার্কেটে এসিআইয়ের ২৪ কোটি ৯২ লাখ টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার (২৭ জানুয়ারি)  ৩৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৩৫  কোটি ১৮ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এসিআই লিমিটডের। এদিন কোম্পানিটির ২৪ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সোমবার কোম্পানিটি ৫ বারে ১৬ লাখ শেয়ার লেনদেন করে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৫৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এক্সপ্রেস ইন্স্যুরেন্স ১ কোটি ২৪ লাখ, লাভেলো ১ কোটি ২ লাখ ও রেনাটা ১ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন