ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৫:৪৬ পূর্বাহ্ন

৩ হাজার কোটি টাকার সুকুক বন্ড ছাড়বে সরকার

বাংলাদেশ সরকার ইসলামি ধারার সুকুক বন্ড ছাড়ার উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে তিন হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। এই টাকা পল্লি সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়নে ব্যয় হবে।

বাংলাদেশ ব্যাংক এই সুকুক বন্ডের ইস্যু সম্পর্কে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রকল্পটি গ্রামীণ সড়ক যোগাযোগব্যবস্থা উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, এবং স্বল্প ও দীর্ঘ মেয়াদে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে পরিচালিত হবে।

বিনিয়োগকারীদের জন্য সুযোগ:

– দেশি ও বিদেশি ব্যক্তিরা, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি এ সুকুক বন্ডে বিনিয়োগ করতে পারবে।

শরিয়াহভিত্তিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি এবং ইসলামী শাখা বা উইন্ডোতে ৭০% সুকুক বরাদ্দ রাখা হয়েছে।

– ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীদের জন্য ২০% সুকুক বরাদ্দ করা হয়েছে।

– সুকুকের মুনাফা, বিক্রয়লব্ধ অর্থ এবং মূলধন বিদেশি মুদ্রায় প্রত্যাবাসনযোগ্য হবে।

আগামী মার্চ মাসে এই প্রকল্পের বিপরীতে তিন হাজার কোটি টাকার সুকুক ইস্যু করার পরিকল্পনা রয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন