দেশের পুঁজিবাজার দীর্ঘদিনের মন্দাভাব কাটিয়ে ইতিবাচক ধারায় ফিরেছে। সদ্য সমাপ্ত সপ্তাহে বেশিরভাগ কর্মদিবস পুঁজিবাজারে সূচক ও লেনদেনের উত্থান থাকায় সস্তিতে ছিল বিনিয়োগকারীরা। আলোচ্য সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক লেনদেন, বাজার মূলধন সবকিছুই বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে ২ হাজার ৬৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৯০ কোটি ৩৭ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১৭২ কোটি ৯৮ লাখ টাকার বা ৯ শতাংশ লেনদেন বেড়েছে।
ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৩২ দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক ৬৪ শতাংশ বেড়ে ৫ হাজার ১৬৬ পয়েন্টে অবস্থান করছে।
বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১৮.৭৭ পয়েন্ট কমে ১ হাজার ৯১৩ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই এস বা শরীয়হ সূচক। সূচকটি ১১ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬১ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০১টির, কমেছে ১৫০টির এবং অপরবর্তিত রয়েছে ৪৬টির।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে দশমিক ৫৬ শতাংশ বা ৩ হাজার ৬৪৭ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬০ হাজার ৫৮৭ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৫৬ হাজার ৯৪০ কোটি টাকা।