ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৯:৪৫ অপরাহ্ন

সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া বাংলাদেশের

দ্বিতীয় ওয়ানডে জিতে সরাসরি নারীদের ওয়ানডে বিশ্বকাপে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশ। কিন্তু তৃতীয় ওয়ানডেতে সেই লক্ষ্য পূরণ হলো না। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে তারা অসহায় আত্মসমর্পণ করেছে। হেরেছে ৮ উইকেটে! এখন বাছাই পর্ব খেলেই মূল পর্বের টিকিট কাটতে হবে।

সেন্ট কিটসে সরাসরি বিশ্বকাপ খেলার আশায় টস জিতে ব্যাটিং নিয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দ্বিতীয় ওভারেই হয় প্রথম উইকেটের পতন। বিদায় নেন ওপেনার মুর্শিদা খাতুন (১)। সেই ধাক্কা সামাল দেন ফারজানা হক ও শারমিন আক্তার। ৬২ রানের জুটি গড়েন তারা। ফারজানা ২২ রানে ফিরলে ভাঙে দারুণ এই জুটি। দ্রুত সময়ে ফিরে যান সঙ্গী শারমিন আক্তারও। ৫৮ বলে ৫ চারে শারমিনের করা ৩৭ রান-ই ছিল সর্বোচ্চ। ৯৪ রানে চতুর্থ উইকেট পতন হলে এর পর আর দাঁড়াতে পারেনি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। বাকিদের আসা-যাওয়ার মিছিলে সোবহানা মোস্তারি ৬২ বলে ২৫ রানের ইনিংসে দলটাকে টেনে নেওয়ার চেষ্টা করেছেন। তার ব্যাটেই স্কোরটা ১১৮ রান পর্যন্ত গেছে। নবম উইকেট হিসেবে ফেরেন তিনি। সোবহানা আউট হতেই ৪৩.৫ ওভারে ১১৮ রানেই শেষ হয় বাংলাদেশ নারী দলের ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১২ রানে ৪ উইকেট নিয়েছেন অফস্পিনার কারিশমা রামহারাক। যা তার ক্যারিয়ারসেরা বোলিং। ম্যাচসেরাও তিনি।

তার পর ওয়েস্ট ইন্ডিজের ওপর বল হাতে কোনও চাপ তৈরি করতে পারেনি সফরকারীরা। ওপেনিং জুটিতে তারা ১১.৫ ওভারে যোগ করেছে ৪৫ রান। হেইলি ম্যাথুজ ২২ রানে নাহিদার বলে ফিরলে ভাঙে শুরুর জুটি। তার পর দারুণ খেলতে থাকা আরেক ওপেনার কিয়ানা জোসেফকে (৩৯) দলের ৭৩ রানে তুলে নেন মারুফা আক্তার। নিগার সুলতানারা এর পর উইকেট ফেলতে পারেনি। শেমাইন ক্যাম্পবেল ও ডিয়েন্দ্রা ডটিনের ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২৭.৩ ওভারে ২ উইকেট হারিয়ে স্বাগতিকরা জয় নিশ্চিত করেছে। ক্যাম্পবেল অপরাজিত ছিলেন ২৫* রানে। ডটিন ৩৩* রানে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ