ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৭:৪১ অপরাহ্ন

আইটি খাতসহ দর বেড়েছে ১৮ খাতে

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৮ খাতে। আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে আইটি খাতে। অন্যদিকে দর কমেছে ৫ খাতে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আইটি খাতে সর্বোচ্চ ৫.০৪ শতাংশ দর বেড়েছে। বস্ত্র খাতে ৩.৫৭ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সিরামিকস খাতে ৩.৪২ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সেবা আবাসন খাতে ২.৮৫ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ২.৭৯ শতাংশ, কাগজ খাতে ২.৭৮ শতাংশ, কর্পোরেট বন্ড খাতে ১.১১ শতাংশ, ফার্মা খাতে দশমিক ৮৩ শতাংশ, সিমন্টে খাতে দশমিক ৭৮ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৭৫ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ৬৪ শতাংশ, সাধারণ বীমা খাতে দশমিক ৩৪ শতাংশ, ব্যাংক খাতে দশমিক ৩৩ শতাংশ, বিবিধ খাতে দশমিক ২৭ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ২ শতাংশ ও পাট খাতে দশমিক ১৫ শতাংশ দর বেড়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন