ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

থাইল্যান্ডে ৪২ রোহিঙ্গা আটক: বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার পথে বাধা

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ৪২ রোহিঙ্গা অভিবাসীকে আটক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আটককৃতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। জানা গেছে, বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করার সময় তাদের থাইল্যান্ডের থালাং জেলার সাই কায়েউ সৈকত থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে সৈকতে একটি অভিবাসী দলকে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্লান্ত ও দুর্বল অবস্থায় তাদের উদ্ধার করে। পরে থা চাট চাই থানায় নিয়ে যাওয়ার আগে তাদের খাবার দেওয়া হয়।

প্রথম দলে ১৯ জন পুরুষ, ২৩ জন নারী এবং ১৫ বছরের কম বয়সী ১২টি শিশু ছিল। স্থানীয় মিডিয়ার রিপোর্ট অনুসারে, বেশিরভাগ রোহিঙ্গা শারীরিকভাবে দুর্বল এবং অপুষ্টিতে ভুগছিলেন।

অভিবাসীরা পুলিশকে জানান, ৭৫ জনের একটি দল গত ১৬ ডিসেম্বর বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। তবে পথিমধ্যে বিবাদের কারণে তাদের জাহাজ ছেড়ে একটি চরে নেমে যেতে বাধ্য করা হয়।

ছোট নৌকায় করে তারা ফুকেটের কাছে ফাংঙ্গার সমুদ্র সৈকতে পৌঁছানোর চেষ্টা করছিল। যাত্রার সময় জাহাজে সহিংসতার শিকার হন তারা, যার ফলে প্রাণহানির ঘটনাও ঘটে।

আটককৃতদের মধ্যে অসুস্থ ও গর্ভবতী নারীও রয়েছেন। বর্তমানে তারা পুলিশ হেফাজতে আছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে মিয়ানমারে জাতিগত নিপীড়নের শিকার। মিয়ানমার থেকে পালিয়ে অনেকে বাংলাদেশে আশ্রয় নিলেও আরেক দল মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার মতো দেশে পাড়ি দিতে বিপজ্জনক সমুদ্র যাত্রা করছে।

থাই কর্তৃপক্ষ এখনও তাদের দলের বাকি সদস্যদের খুঁজে বের করার চেষ্টা করছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ