ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৯:২৯ অপরাহ্ন

২৩০ রানে গুটিয়ে গেল পাকিস্তান

দিনের শুরুটা ভালোই করেছিলেন মোহাম্মদ রিজওয়ান ও সাউদ শাকিল। কিন্তু এই জুটি ভাঙতেই হুড়মুড় করে ভেঙে পড়ল পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের তোপের মুখে তারা শেষ ৬ উইকেট হারাল স্রেফ ৪৬ রানে।

হাতে ৬ উইকেট নিয়েও মুলতান টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা পার করতে পারেনি পাকিস্তান। প্রথম ইনিংসে তারা গুটিয়ে গেছে স্রেফ ২৩০ রানে।

রিজওয়ান ও শাকিলের আগের দিনের অবিচ্ছিন্ন ৯৭ রানের জুটি থেমে যায় ১৪১ রানে। কেভিন সিনক্লেয়ারের বলে কট বিহাইন্ড হন শাকিল, ১৫৭ বলে ৬ চারে ৮৪ রান করে। সিনক্লেয়ারেরই বলে এলবিডব্লিউ হয়ে পরে রিজওয়ান ফেরেন ১৩৩ বলে ৯ চারে ৭১ রান করে।

ধ্বসের মুখে শেষ দিকে পাল্টা আক্রমণ শুরু করেন সাজিদ খান। কিন্তু ২৫ বলে তার ১৮ রানের ইনিংস খুব একটা প্রতিরোধ গড়তে পারেনি।

আগের দিন ৩ উইকেট নেওয়া জেইডেন সিলস এদিন উইকেট পাননি। এদিনের ৬ উইকেটের মধ্যে তিনটি নেন জোমেল ওয়ারিকান। দুটি নেন সিনক্লেয়ার। অন্যটি রান আউট।

জবাবে ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও ভালো হয়নি। লাঞ্চের পর ইনিংস শুরু করে তৃতীয় ওভারে ১০ রানেই তারা হারায় ২ উইকেট।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ